পুরভোট হচ্ছে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন
সংবাদদাতা: কমিশন তৈরি তবু এই মুহূর্তে হবে না পুরভোট, জানিয়ে দিলো রাজ্য নির্বাচন আয়োগ প্রতিনিধি। 'উদ্ভূত পরিস্থিতির জেরে এবং রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির সুপারিশের ভিত্তিতে আপাতত পুরভোট হচ্ছে না।' - সাংবাদিক বৈঠকে জানাল কমিশন।
করোণা ভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতে আধিকারিক উপদেশ জারি করেছে কেন্দ্র সরকার। এর ফলে কোনো জামায়েত, সভা বা জনবহুল ক্রীড়াসূচি বাতিলের নির্দেশ এসেছে কমিশনের কাছেও। আয়োগ জানিয়েছে, ১৫ দিন পরে পুনরায় বৈঠক করে ভবিষ্যতের দিনক্ষন ঠিক করা হবে।
করোণা ভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতে আধিকারিক উপদেশ জারি করেছে কেন্দ্র সরকার। এর ফলে কোনো জামায়েত, সভা বা জনবহুল ক্রীড়াসূচি বাতিলের নির্দেশ এসেছে কমিশনের কাছেও। আয়োগ জানিয়েছে, ১৫ দিন পরে পুনরায় বৈঠক করে ভবিষ্যতের দিনক্ষন ঠিক করা হবে।
Post a Comment