বঙ্গে করোণা ভাইরাস আক্রান্ত
সংবাদদাতা: ইংল্যান্ড ফেরত ১৮ বছর বয়সী তরুণ, বাংলায় ফিরে এলো করোণা আক্রান্ত হয়ে। আজ সকাল থেকেই এই তরুণের মধ্যে করোণার উপসর্গ দেখা দেয়। আর এর সাথেই, বাংলাও উঠে এলো দেশের করোণা মানচিত্রে। এই ব্যক্তিটিকে রাখা হয়েছে বেলেঘাটা আই.ডি হাসপাতালের অন্তরণ বিভাগে।
ইনি উচ্চশিক্ষার কারণে বিলাত গিয়েছিলেন এবং গত রবিবার দেশে ফিরে আসেন। যুবকের মাতা, যিনি রাজ্য সরকারের একজন পদস্থ কর্ত্রী, পিতা ও গাড়ির চালককেও অন্তরীণ অর্থাৎ কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে রাজারহাট এলাকায় নির্মিত কেন্দ্রে।
ইনি উচ্চশিক্ষার কারণে বিলাত গিয়েছিলেন এবং গত রবিবার দেশে ফিরে আসেন। যুবকের মাতা, যিনি রাজ্য সরকারের একজন পদস্থ কর্ত্রী, পিতা ও গাড়ির চালককেও অন্তরীণ অর্থাৎ কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে রাজারহাট এলাকায় নির্মিত কেন্দ্রে।
Post a Comment