উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও জারি হল মহামারী আইন
সংবাদদাতা: চীনা করোণা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় মহামারী আইন জারি করলো পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সমেত ভারতের ১৩টি রাজ্য এই আইনটি লাগা করেছে। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হতে, কিন্তু সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবেই এই ব্যবস্থা নিচ্ছি। রাজ্যে করোনা ছড়ায়নি বলে আমরা অসতর্ক হতে পারি না।’
সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলায় অন্তরণে থাকা ১০ জন আশংকিত রোগী কর্তৃপক্ষকে উত্যক্ত এবং অন্তরণ অবস্থা ভঙ্গ করার হুমকি দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকার একটু বিচলিত; এর ফলে রোগ সংক্রমণ ও ছড়ানোর ভয় অনেক বেড়ে যেতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হতে, কিন্তু সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবেই এই ব্যবস্থা নিচ্ছি। রাজ্যে করোনা ছড়ায়নি বলে আমরা অসতর্ক হতে পারি না।’
সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলায় অন্তরণে থাকা ১০ জন আশংকিত রোগী কর্তৃপক্ষকে উত্যক্ত এবং অন্তরণ অবস্থা ভঙ্গ করার হুমকি দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকার একটু বিচলিত; এর ফলে রোগ সংক্রমণ ও ছড়ানোর ভয় অনেক বেড়ে যেতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
Post a Comment